নবীর অবমাননায় আরব দুনিয়ার প্রতিবাদের মধ্যেই ভারতে ইরানের বিদেশ মন্ত্রী

ভারতে এলেন ইরানের বিদেশ (Iran foreign minister) মন্ত্রী ড. হোসেন আমির আবদুল্লাহিয়া। পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ সকালে দিল্লিতে আসেন তিনি।

বিজেপির দুই মুখপাত্রের পয়গম্বর মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য ঘিরে গোটা আরব ও ইসলামিক দুনিয়ায় ভারত তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিজেপি তাদের বহিষ্কার করেছে। ভারত সরকারের তরফে বলা হয়, ওই মন্তব্য ভারত সমর্থন করে না। উটকো দু জন ব্যক্তির কথায় কান না দেওয়াই ভাল।

তারপরও প্রতিবাদ থামেনি। কোনও কোনও দেশে ভারতীয় পণ্য বয়কট চলছে। কয়েকটি দেশ ভারত সরকারকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছে। প্রতিবাদকারীদের তালিকায় রয়েছে ইরানও। স্বভাবতই সে দেশের বিদেশমন্ত্রীর সফর নিয়ে দুশ্চিন্তায় ছিল নয়াদিল্লি।

 কিন্তু হোসেন আমিরের (Iran foreign minister ) বিমান দিল্লির মাটি ছুঁতে ভারতের বিদেশ মন্ত্রকে স্বস্তির হাওয়া। ইরানের বিদেশ মন্ত্রী আজ দুপুরে দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিনদিনের সফরে এসেছেন তিনি। দিল্লির পর যাবেন হায়দরাবাদ ও মুম্বই।

নবীর অবমাননায় ইরান শুধু প্রতিবাদ জানিয়েছে তাই-ই নয়, তারা ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিসের অন্যতম সদস্য। ৫৭টি ইসলামিক দেশের ওই সংগঠনটিই সবচেয়ে কড়া ভাষায় নবীর অবমাননায় ভারতের নিন্দা করেছে।খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একেখবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে

news