প্রাণসংশয়! নূপুরের পর নিরাপত্তা চেয়ে কাতর আর্জি এবার নবীনেরও

 বিজেপির (BJP) প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দেহরক্ষী দিয়েছে দিল্লি পুলিশ। তাঁর পরিবারের সদস্যদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার নিরাপত্তা চাইলেন নবীনকুমার জিন্দালও (Nabeen Jhindal)।

নেত্রী নূপুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নবীনকে (Nabeen Jhindal) বিজেপি পুরোপুরি বরখাস্ত করেছে। দিল্লি বিজেপির প্রধান মুখপাত্র নবীন টুইট করেছিলেন নূপুরের কথাই। নূপুর ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ সক্সেনাকে লেখা চিঠিতে নবীন (Nabeen Jhindal) লিখেছেন, তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনক লোকজন ঘোরাফেরা করছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশ থেকেও প্রাণের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বাড়ির ঠিকানা সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দিল্লির এই প্রাক্তন ক্রাইম রিপোর্টার নিরাপত্তা চেয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে নবীন বছর কুড়ি সাংবাদিকতা করেন।

পুলিশ সূত্রে খবর, নূপুরও বেশ কয়েকবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, তাঁকে খুন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর পরিবারকেও হুমকি দিচ্ছে অজ্ঞাত পরিচিতরা।

দিল্লি পুলিশ জানিয়েছে নূপুর প্রথম অভিযোগ দায়ের করেন গত ২৭ মে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পরে তিনি আরও কয়েকবার অভিযোগ দায়ের করে জানান, তাঁর নিরাপত্তা বিপন্ন। মঙ্গলবার চিঠি দিয়েছেন নবীন।খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে

news