প্ররোচনার দায়ে বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করুন:মমতা
ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীর নাম না করে বলেন, ‘আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণা-সর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে অনেক মুসলিম দেশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সম্প্রতি হিন্দুত্ববাদী বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কার্যত বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দল থেকে নূপুর শর্মাকে সাসপেন্ড এবং নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিরোধীরা বিজেপি নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি অভিযুক্ত নেতাদের শাস্তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে এরআগে সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ও অন্যরা বিজেপির সমালোচনা করেছেন। একইসঙ্গে তারা অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। এবার ওই ইস্যুতে অভিযুক্ত বিজেপি নেত্রী নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে