এতদিন জেল খাটছি, এটাই কি প্রাপ্য ছিল?’ অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন আরিয়ান

মাদক মামলায় আরিয়ান খানকে (Aryan Khan) ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সিট। তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে কী কথা হয়েছিল তা নিয়ে মুখ খুললেন বিশেষ তদন্তকারী দলের প্রধান সঞ্জয় সিং (IPS Sanjay Singh)। জানা গেল, তদন্তে জেরার মুখে অফিসারদের আরিয়ান প্রশ্ন করেছিলেন, ‘আমার কি সত্যিই এসব প্রাপ্য ছিল?’

মাদক মামলায় (Drug case) শাহরুখ খানের ছেলেকে ক্লিনচিট দিয়েছে সিট। তদন্ত চলাকালীন তিনি সিটের অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন, “এনসিবি সেদিন আমার কাছ থেকে কোনও মাদক পায়নি। তবু ওরা আমায় গ্রেফতার করেছে। বলা হচ্ছে, আমি বিদেশে মাদক পাচার করি, সেভাবে টাকাও রোজগার করি। বলা হচ্ছে আমি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। আমার সঙ্গে অনেক বড় অন্যায় করা হচ্ছে।”

আরিয়ান খানের সেসব কথা শুনে ধাক্কা খেয়েছিলেন আইপিএস অফিসার সঞ্জয় সিং। তিনি জানিয়েছেন, আরিয়ান সরাসরি তাঁকে বলেছিলেন, “এভাবে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। দিনের পর দিন আমাকে জেলে আটকে রাখা হয়েছে। সত্যিই কি এতকিছু আমার প্রাপ্য ছিল?”

আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপত দীর্ঘদিন শাহরুখ খানের ছেলেকে জেলের ঘানি টানতে হয়েছে। আদালতে বারবার নাকচ হয়ে গেছে জামিনের আবেদন।

আরিয়ান বারবার বলে এসেছিলেন তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে, তাঁর কাছে কোনও মাদক নেই। তিনি মাদক নিয়ে কোনও কারবারও চালান না। কিন্তু তখন সেসব কোথায় কেউ পাত্তা দেয়নি। বরং মাদকের কলঙ্ক লেগে গিয়েছিল এই তারকাপুত্রের গায়ে। জনতার আদালতে তিনি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন। অনেক পরে জামিন পান আরিয়ান। তারপর সপ্তাহ দুয়েক আগে মাদক মামলার বিশেষ তদন্তকারী দল জানায় আরিয়ান খান নির্দোষ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ নেই। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news