বাঁ হাতে চাকরির নিয়োগপত্র নিলেন রেণু, স্বামী কেটেছিল ডান হাত

 মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র (Appointment Letter) হাতে পেলেন রেণু খাতুন (Renu Khatun)। শুক্রবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ।

সরকারি নার্সের চাকরি পাওয়ার পর রেণুর হাত গাছ কাটার কাঁচি নিয়ে কেটে দিয়েছিল তাঁর স্বামী শরিফুল (Nurse Attack)। নৃশংস এই ঘটনার পর রেণুর ডান হাতের কব্জি থেকে বাকি অংশ আর নেই। সেখানে কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথামতো কাজ হল। শুক্রবারই নিয়োগপত্র হাতে পেলেন রেণু খাতুন। হাসপাতালের বেডে বসেই বাঁ হাতে সেই চিঠি তুলে নিয়েছেন তিনি।

রেণুর স্বপ্ন ছিল নার্স হওয়ার। কিন্তু ডান হাত কেটে যাওয়ায় নার্সের কাজ আর তিনি করতে পারছেন না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রেণু যে কাজ পারবে তাঁকে সেই চাকরিই দেওয়া হবে। নার্স হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল রেণুর, নার্সিং ডিপার্টমেন্টে অন্য চাকরি পেয়েছেন তিনি।

 এদিকে হাত কেটে যাওয়ায় কোনওভাবেই ‘পঙ্গু’ হয়ে থাকতে রাজি নয় রেণু। হাসপাতালের বেডে বসেই তিনি ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছেন, অভ্যেস করছেন বাঁ হাতে লেখার। চাকরি পেয়ে খুশি তিনি। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news