পরের পর ছাত্র কোভিড আক্রান্ত, বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে (Jalpaiguri Govt Engineering College) ছড়িয়ে পড়েছে করোনা। উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের কলেজ বন্ধের সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।
কলেজের সেকেন্ড ইয়ারের বয়েজ হোস্টেলের ছয় পড়ুয়া করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা কলেজেই আইসোলেশনে রয়েছেন। এই হোস্টেলে প্রায় ২০০ জন আবাসিক রয়েছেন। ইতিমধ্যে কলেজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। হোস্টেল স্যানিটাইজ করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে। যাদের মধ্য করোনার উপসর্গ দেখা দিচ্ছে তারা ইতিমধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করিয়েছে। ৪২ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকজনের র্যাট পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে একজনের আরটিপিসিআর টেস্ট রিপোর্টও পজেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।
আতঙ্কিত হোস্টেলের আবাসিকেরা শুক্রবার সন্ধ্যায় প্রিন্সিপালের কাছে আসে। তারা জানতে চান আসন্ন পরীক্ষা কীভাবে নেওয়া হবে। যাদের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেবে তাদের পরীক্ষার জন্য কলেজ কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে তা লিখিত ভাবে তাদের জানতে হবে বলে প্রিন্সিপালের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। এরপরে রাতেই বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। অনির্দিষ্টকালের জন্য কলেজ ছুটি দেওয়ার পাশাপাশি শনিবার সকাল সাড়ে দশটা থেকে জেলা স্বাস্থ্য দফতরের ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসে কোভিড ডিটেকশন ক্যাম্পের আয়োজন করা হয়। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে