গুলিকাণ্ডের রেশ কাটেনি এখনও, থমথমে পার্ক সার্কাস

 শনিবার সকাল থেকেই ব্যস্ততা বেড়েছে পার্কসার্কাসে (Park Circus)। তবে এখনও থমথমে এলাকার একাধিক অংশ। বিশেষত লোয়ার রেঞ্জ এরিয়া। কলকাতার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস। সেখানেই গতকাল গুলি কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। তবে শনিবার সকাল থেকেই একটু একটু করে ছন্দে ফিরতে চলেছে পার্ক সার্কাস।

শুক্রবার ভরদুপুরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অনতিদূরে ঘটে যায় হাড়হিম করা ঘটনা। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর গুলিতে খুন হয়ে যায় এক মহিলা। নিজেও আত্মঘাতী হন চোদুপ লেপচা নামে ওই পুলিশকর্মী।

সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই থমথমে ছিল পার্কসার্কাস চত্বর। সবার চোখে মুখেই ছিল বিভীষিকা। আচমকা ঘটে যাওয়া এই কাণ্ডের তল খুঁজে পাচ্ছেন না কেউই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, চোদুপ লেপচা প্রায় ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন তিনি। সেই গুলির আঘাতেই প্রাণ যায় এক মহিলা বাইক আরোহীর। তারপরই নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হন তিনি।

জানা গেছে, নিহত মহিলার নাম রিমা সিং। হাওড়ার দাস নগরের বাসিন্দা তিনি। এদিন একটি অ্যাপ ক্যাবে করে ওই পথেই যাচ্ছিলেন তিনি। পুলিশকর্মীর ছোড়া গুলি গিয়ে লাগে ওই মহিলার পিঠে। সেই গুলিতেই আহত হন বাইক চালকও। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news