রাজ্যসভার ভোটে রাজস্থান বাদে অন্যত্র লাভ বিজেপির, মহারাষ্ট্রে বিরোধী জোটে জটলা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে শুক্রবার চার রাজ্যে রাজ্যসভার (Rajyasabha Election) ১৬টি আসনের ভোটে বিরোধী বোঝাপড়া নিয়ে আরও এক পরীক্ষা হয়ে গেল। সেই ভোটেও ব্যর্থই হল বিরোধী শিবির।

ভোটে অনিয়মের অভিযোগ ঘিরে গণনা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharastha)। গভীর রাতে গণনা শুরুর অনুমতি দেয় নির্বাচন কমিশন। ভোর রাতে গণনা শেষে দেখা যায় হরিয়ানায় চমকপ্রদ ফল হয়েছে বিজেপির। নির্দল প্রার্থী তথা নিউজ এক্স মিডিয়া গ্রুপের মালিক কার্তিকেয় শর্মা জিতে গিয়েছেন। তাঁর জয় আসলে বিজেপিরই সাফল্য। গেরুয়া শিবিরের ভরসায় প্রার্থী হন তিনি। সমর্থন দেয় একটি ছোট দলও। ভোর রাতে গণনা শেষে দেখা যায় হেরে গিয়েছেন কংগ্রেসের হাই প্রোফাইল প্রার্থী অজয় মাকেন।

টান টান নাটকের মধ্যে ভোরে গণনা (Rajyasabha Election) শেষ হয় মহারাষ্ট্রে। সেখানেও ছয় নম্বর আসনটিতে হেরেছেন শিবসেনার প্রার্থী। জিতেছে বিজেপি। ছয় নম্বর আসনটি নিয়েই মহারাষ্ট্রে আসল লড়াই ছিল। যে কারণে পর্যাপ্ত ভোট না থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী দেয়। সেখানে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোট তাদের প্রার্থীকে জেতাতে ব্যর্থ হয়েছে। যার প্রভাব জোট সরকারের উপর পড়া অসম্ভব নয় এরপর।

মহারাষ্ট্রে জোটের তিন শরিক একটি করে আসন জিতেছে। অন্যদিকে, বিজেপি একাই পেয়েছে তিনটি আসন। মহারাষ্ট্র থেকে জিতেই ফের রাজ্যসভায় গেলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

কর্নাটকে কংগ্রেস ও জনতা দল সেকুলারের বিরোধের জেরে একটি আসন বেশি পেয়ে গিয়েছে বিজেপি। সেখানে চার আসনের একটিতে প্রার্থী ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরও দুটি আসন পেয়েছে তারা। চতুর্থ আসনটি পায় কংগ্রেস। বিজেপি তৃতীয় আসনটি দখল করে বিরোধী শিবিরের বিরোধের জেরে। একটি আসনে কংগ্রেস এবং জনতা দল সেকুলার, দুই দলই প্রার্থী দিয়েছিল।

তবে ব্যক্তি হিসাবে এই ভোটে কেউ যদি জিতে থাকেন তো তিনি রাজস্থানের প্রবীণ কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গহলত। রাজ্যের তিনটি আসনই দখল করেছে কংগ্রেস। সেখান থেকে জিতলেন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারি। চতুর্থ আসনটি জিতেছেন বিজেপির ঘনশ্যাম তিওয়ারি। সেখানে পঞ্চম প্রার্থী হয়ে সুযোগ নিতে চেয়েছিলেন বিজেপি সমর্থিত নির্দল আর এক মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্র। কিন্তু চমক দেখাবে বলেও বিজেপি তাঁকে জেতাতে পারেনি। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news