ফের জঙ্গি নিকেশ অভিযানে সাফল্য! নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন সন্ত্রাসবাদী

 ফের উপত্যকায় (Jammu & Kashmir) জঙ্গি দমন অভিযানের মিলল সাফল্য। সেই পুলওয়ামার, রবিবার সকালে সেখানেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (Encounter) প্রাণ গেল তিন জঙ্গির। সূত্রের খবর, এই জঙ্গিরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।

রবিবার ভোর থেকেই পুলওয়ামার (Pulwama) দ্রাবগ্রামে শুরু হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সেই লড়াইয়ে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। বাকিদের খোঁজ চলছে। এখনও তল্লাশি অভিযান অব্যাহত। জানা গেছে মৃত জঙ্গিদের মধ্যে ছিল জুনেইদ শেরগজরি। গত মাসে পুলওয়ামারে পুলিশ কর্মী রেওয়াজ আহমেদের গুলি করার ঘটনায় জড়িত ছিল জুনেইদ!


জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই শনিবার থেকে পুলওয়ামারের এই এলাকায় জঙ্গি খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিদের থেকে দুটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন এই জঙ্গিরা এই এলাকায় লুকিয়ে ছিল। সেই খবর জানার পরেই শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার বিকেল থেকে এই লড়াই শুরু হয়। গতকালই এক জঙ্গি খতম হয়েছে বলে খবর ছিল, এদিন ভোরে আরও দুই জঙ্গি নিকেশের খবর দিল জম্মু কাশ্মীর পুলিশ।খবর দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news