নূপুর শর্মাকে জেরা করতে চায় কলকাতা পুলিশ, নোটিস পাঠাচ্ছে লালবাজার

 হজরত মহম্মদকে নিয়ে তাঁর একটা মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে দেশে। দেশের গণ্ডি পেরিয়ে ইসলামিক দেশগুলোও ভারতের বিরুদ্ধে সরব। এ হেন পরিস্থিতিতে বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) এবার নোটিস পাঠাতে চলেছে কলকাতা পুলিশ। তাঁকে জেরা করতে চায় লালবাজার।

নারকেল ডাঙা থানায় নূপুরের ওই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সূত্রের খবর তার ভিত্তিতেই নূপুরকে (Nupur Sharma) নোটিস পাঠাতে চলেছে লালবাজার। প্রসঙ্গত, গতকাল আকঁথি থানাতেও তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
দেশজুড়েই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে মুম্বই পুলিশ নোটিসও পাঠিয়েছে তাঁকে। ১৪ জুন নূপুরকে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ ডেকে পাঠিয়েছে। যদিও নূপুর যাবেন কি না তা স্পষ্ট নয়। এবার নোটিস পাঠাতে চলেছে কলকাতা পুলিশও।

গত সপ্তাহে হাওড়ার অঙ্কুরহাটিতে ১১ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা। তা নিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী অবরোপধ তোলার কথা বলার পরেও আরও ঘণ্টা পাঁচেক অবরোধ চলেছিল। সেদিন মমতা এও বলেছিলেন, এভাবে রাস্তা আটকে কিছু হয় না। যনি মন্তব্য করেছেন তাঁকে ধিক্কার জানাচ্ছি। ঘৃণ্য কাজ করেছে বিজেপির দুই নেতানেত্রী। প্রয়োজনে আপনারা এফআই আর করুন। এর পর থেকেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের শুরু হয় বাংলায়।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে 

news