পাশ না করালে অনশন, আত্মহত্যা! উচ্চমাধ্যমিক ফেল পড়ুয়াদের অবরোধ যশোর রোডে

 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই দিকে দিকে নানা গোলমাল শুরু হয়েছে পাশ না করতে পারা পরীক্ষার্থীদের মধ্যে। এবার পাশ না করতে পেরে (HS Failed) রাস্তায় বসে পড়ল বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলের পড়ুয়ারা। যশোর রোড অবরোধ করল তারা। হুমকি দিল, সকলকে পাশ না করালে অনশন করবে। এমনকি আত্মহত্যার (Suicide) হুমকিও দিল পাশ করানোর দাবিতে।

উত্তর ২৪ পরগনার কুমুদিনী স্কুলের ২৭৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এ বছর। ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি ও অন্যান্য বিষয়ে ফেল করেছে। তাই আজ সকাল থেকে বনগাঁর ওই স্কুলের সামনে যশোর রোডের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে পড়ুয়ারা। দাবি, শিক্ষাবর্ষের মাঝেই পাঠ্যক্রমের নানা পরিবর্তন করা হয়েছে। কখনও অনলাইন, কখনও বা অফলাইনে পরীক্ষা দিতে হবে বলা হয়েছিল তাদের। এসবের মধ্যে হয়েছে পরীক্ষা। তাতে এত ফেল। সকলেই এক বিষয়ে ফেল করতে পারে না। যতক্ষণ পর্যন্ত পাশ করিয়ে না দেওয়া হয়, ‘আন্দোলন’ চালিয়ে যাবে বলে জানায় তারা।

এদিন প্রায় একই কাণ্ড করেছে বারাসাত প্রিয়নাথ গার্লস হাই স্কুলের ছাত্রীরা। তাদের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন পরীক্ষার্থীকে অনুর্ত্তীণ দেখাচ্ছে ওয়েবসাইটে। অভিযোগ, এই ৪০ জনকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের দাবি, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে, তারাও কোন রকমও সদুত্তর দিচ্ছে না।

 তাই প্রতিবাদে আজ ছাত্রীরা বিক্ষোভ করে যশোর রোডে। রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে অবশেষে কোনও রকম সদুত্তর না পাওয়া গেলে তারা পায়ে হেঁটেই বিকাশ ভবন যাবে বলে মিছিল করে যশোর রোড ধরে হাঁটা শুরু করে।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে 

news