তিন দিন ধরে কুয়োয় পড়ে নাবালক, উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাত লাগাল রোবোট
শুক্রবার দুপুরে পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় ১১ বছরের ছেলে। তার পর থেকে উদ্ধারে (Rescue from Well) নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-সহ পুলিশ-প্রশাসনের উদ্ধারকারী দল। তার পরেও তোলা যায়নি তাকে। শেষমেশ উদ্ধারকাজে হাত লাগাল রোবোট (Robot)!
পুলিশ জানিয়েছে, ছত্তীসগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার পিহরিদ গ্রামের বাসিন্দা ১১ বছরের রাহুল সাহু। সে মূক ও বধির। শুক্রবার দুপুর দুটো নাগাদ খেলতে খেলতে পড়ে যায় নিজের বাড়ির পিছনে পরিত্যক্ত কুয়োটিতে। তার পর থেকে আটকে রয়েছে সে ওখানে। কুয়োটি ৮০ ফুট গভীর বলে জানা গেছে। উদ্ধারকাজ চলাকালীন একটি পাইপের মাধ্যমে রাহুলকে শুকনো খাবার এবং অক্সিজেন দেওয়ার বন্দোবস্ত করেছে প্রশাসন।
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, দীর্ঘক্ষণ চেষ্টার পরে শেষে ওই নাবালককে উদ্ধার করতে গুজরাতের সুরাত থেকে বিশেষ রোবোট আনা হয়েছে।
এই রোবোটের খোঁজ মিলেছিল গুজরাতের বাসিন্দা মহেশ আহিরের টুইট থেকে। তিনি জানিয়েছিলেন, কুয়োয় উদ্ধারকাজের জন্য বিশেষ রোবোট তৈরি করেছেন তিনি। রাহুলের উদ্ধারেও যা কাজে আসতে পারে। এর পরই মহেশের সঙ্গে যোগাযোগ করে ছত্তীসগঢ় সরকার। তড়িঘড়ি আনা হয় ওই রোবোট। সে কথাও ফের টুইট করে জানান বাঘেল।
তবে রাহুলের উদ্ধারকাজে মূল বাধা হল একটি বিশাল আকারে পাথর। সেটির কারণেই কুয়োর মধ্যে টানেল কেটে এগোতে পারছে না উদ্ধারকারী দল। ড্রিল মেশিনের সাহায্যে ওই পাথরটি কাটার চেষ্টা করা হচ্ছে। তা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ বলা যাচ্ছে না, রাহুলকে কখন উদ্ধার করা যাবে। অন্তত ১৪-১৫ ঘণ্টা লাগতে পারে বলেই মনে করছেন উদ্ধারকারীরা।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে