বিজেপিকে রাজ্য ছাড়া করতে কাজ করবে তৃণমূল : অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে রাজ্য ছাড়া করতে কাজ করবে তৃণমূল কংগ্রেস। তিনি আজ (মঙ্গলবার) বিজেপিশাসিত ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘তোমরা যে যে রাজ্যে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছ, গণতন্ত্র আবার যাতে স্বাভাবিক হয় এবং রাজ্যে সচল অবস্থা ফিরে আসে তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে রাজ্যে কাজ করবে, বিজেপিকে প্রতিহত করতে এবং বিজেপিকে রাজ্য ছাড়া করতে। এ নিয়ে কোনও দ্বিধা নেই। আমরা মাথানত করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ফেসবুক, টুইটারে পার্টি করি না। আমরা জনতার পাশে থেকে কাজ করি। আমাদের উপরে ত্রিপুরায় অনেক আক্রমণ হয়েছে। তৃণমূল নেতারা ত্রিপুরায় আসলে তাদের রক্তাক্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি। কোলকাতায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করিয়েছি। আগামীতে এক ইঞ্চি, এক ছটাক জমিও ছাড়া হবে না।’
অভিষেক বলেন, ‘বিজেপির মুখপাত্র কী ভাষায় কথা বলছে দেখুন, কী উক্তি করছেন! এমন কথা বলছেন, যে তা নিয়ে দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতকে। এ জন্য একমাত্র দায়ী এদের মুখপাত্র।’
তিনি বলেন, ‘দেখুন আজ আমি এখানে এসেছি বলে আমার স্ত্রীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। আমি যাতে এখানে আর না আসতে পারি। কিন্তু আমাদের দল অন্যরকম, ধমকে চমকে লাভ হবে না। অন্যদলের মতো আমরা চুপ করে বসে থাকব না বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে