সরকার ফেল করলেই ইডি’র মুখে ঠেলে দিচ্ছে বিরোধীদের! কটাক্ষ অখিলেশের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র বিরুদ্ধে মুখ খুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে ‘এক্সামিনেশন ইন ডেমোক্রেসি’ বলে কটাক্ষ করে সমাজবাদী নেতা একটু আগে টুইট করেছেন। বলেছেন, এখন বিরোধীদের এই পরীক্ষায় পাশ করতে হয়।

তাঁর বক্তব্য সরকার ফেল করছে। আর বিরোধীদের ঠেলে দিচ্ছে ইডির সামনে পরীক্ষার মুখে।

সমাজবাদী পার্টির সুপ্রিমোর আরও বক্তব্য, লিখিত এবং মৌখিক দুই পরীক্ষাতেই বিরোধীরা উত্তীর্ণ হবে। ভয় পাওয়ার কোন কারণ নেই।

হিন্দিতে লেখা অখিলেশের এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সনিয়া ও রাহুল গান্ধীকে ইডি’র তলব নিয়ে বিরোধী শিবির যখন মুখে কুলুপ এঁটে আছে তখন খানিকটা স্রোতের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সহ একাধিক নেতার বিরুদ্ধে সিবিআই, ইডি, আয়কর দফতর সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত চালাচ্ছে।

অখিলেশের (Akhilesh Yadav) সঙ্গে কংগ্রেসের সম্পর্ক মধুর নয়। কয়েক মাস আগে হয়ে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে তিনি শত অনুরোধ সত্বেও কংগ্রেসের সঙ্গে জোট করতে রাজি হননি। আবার এই মুহূর্তে সমাজবাদী পার্টির কারও বিরুদ্ধে নতুন করে ইডি বা সিবিআই অভিযান চালিয়েছে এমনও নয়। তবে বিধানসভা ভোটের মুখে সাঁড়াশি অভিযানের মুখে পড়েছিলেন অখিলেশ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও শিল্পপতিরা।

স্বভাবতই রাহুল গান্ধীকে যখন পরপর তিনদিন ইডি জিজ্ঞাসাবাদ করছে তখন অখিলেশের (Akhilesh Yadav) এই টুইট রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। কোনও সন্দেহ নেই, সমাজবাদী নেতার এই টুইট কংগ্রেসকে খানিক মানসিক বল জোগাল। আজ বিকালে মমতা বন্দ্যপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতা-নেত্রীরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য আলোচনায় বসছেন। সেই বৈঠকে অখিলেশের দলের তরফে রাম গোপাল যাদবের থাকার কথা। সেখানে তিনি ইডি, সিবিআই প্রসঙ্গ তোলেন কিনা সেটাই দেখার।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news