কাশ্মীরের লোকালয়ে চিতার হানা! ৩ শিশুকে মেরে রক্তের নেশায় মত্ত সে, তৎপর প্রশাসন

 জম্মু ও কাশ্মীরে (Kashmir) লোকালয়ের খুব কাছে ঘুরে বেড়াচ্ছে চিতা (Leopard)। গত কয়েকদিনে ৩ শিশুকে মেরেছে সে। তিন-তিনটি কচি প্রাণ চলে যাওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। চিতাটিকে অবিলম্বে ধরে ফেলার চেষ্টা শুরু হয়েছে।

উত্তর কাশ্মীরের উরির কালসান ঘাটি এবং বনিয়ার এলাকায় ওই তিনটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। চিতাটি তিনটি শিশুকে মেরেছে। মূলত জঙ্গলঘেঁষা এলাকাতেই এমন অঘটন ঘটেছে। মঙ্গলবার স্থানীয় প্রশাসনের তরফে চিতাটিকে ধরার বা মেরে ফেলার নির্দেশ জারি করা হয়েছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, যাতে আর কাউকে ওই চিতার আক্রমণে প্রাণ হারাতে না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন।

মানুষখেকো চিতাটিকে ধরার জন্য প্রয়োজনে সেনাদের সাহায্যও নেওয়া হবে। চিতাটি যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ কী কী করণীয় আর কী কী করণীয় নয়, সেই সম্বন্ধে একটি গাইডলাইন জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ওই গাইডলাইন মেনে চলতে হবে। সেই সঙ্গে বাচ্চারা যাতে একা একা জঙ্গলের ধারে না যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে অভিভাবকদের। এলাকায় চিতাবাঘ ঘুরে বেড়ানোয় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

news