নূপুর শর্মাকে হেফাজতে নিতে দিল্লিতে অবস্থান করছে মুম্বাই পুলিশের টিম

ভারতে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে হেফাজতে নিতে দিল্লি পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল। কিন্তু সাসপেন্ড হওয়া ওই বিজেপি মুখপাত্রের অবস্থান জানা যায়নি।

মহানবী (সা.) সম্পর্কে নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে দেশে ও বিদেশে মুসলিমদের তীব্র ক্ষোভের মুখে সম্প্রতি বিজেপি থেকে তাকে সাসপেন্ড করা হয়। ওই ইস্যুতে ২৮ মে নুপুর শর্মার বিরুদ্ধে মুম্বাই পুলিশ একটি মামলা দায়ের করেছিল। মুসলিম সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ সূত্রে প্রকাশ, মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্ত নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে রয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি বা তার অবস্থান সম্পর্কে জানা যায়নি।  

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, বিজেপির সাবেক মুখপাত্রকে গ্রেফতার করার যথেষ্ট প্রমাণ রয়েছে মুম্বই পুলিশের কাছে। মুম্বাই পুলিশের দল গত পাঁচ দিন ধরে দিল্লিতে রয়েছে এবং নূপুর শর্মাকে খুঁজছে। ওই বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল বলেছেন, তিনি আশা করছেন যে দিল্লি পুলিশ এই বিষয়ে মুম্বাই পুলিশকে সাহায্য করবে। 

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেলের অভিযোগের ভিত্তিতে নুপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোলকাতা পুলিশ। কলকাতা পুলিশ তাকে ২০ জুন তার বক্তব্য রেকর্ড করার জন্য তলব করেছে। একইসময়ে, দিল্লি পুলিশ মহানবী(সা.) সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news