ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে: কুণাল ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে, এবং ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিশাসিত ত্রিপুরায় বিধানসভার আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
কুণাল ঘোষ বিজেপিকে টার্গেট করে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক) ত্রিপুরায় পা রাখলেই ওদের হৃদকম্প শুরু হয়ে যাচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর হামলা শুরু হয়েছে তা বেনজির ঘটনা। এ সব বিষয়ে ত্রিপুরায় ব্যাপক প্রতিবাদ চলছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যা-যা জানাবার দরকার সব জানাচ্ছেন।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র নেই। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল তাদের। তার কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেরবার বলে এসেছিলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নয়, মুখ্যমন্ত্রী হলেন, ‘বিগ ফ্লপ দেব’। সরকার ফ্লপ, মুখ্যমন্ত্রী ফ্লপ। যখন বিজেপি দেখল, মাত্র ২ মাস, আড়াই মাসে আগরতলা এবং ত্রিপুরায় ২০ শতাংশ, ২৪ শতাংশ ভোট পাচ্ছে তৃণমূল, এত সন্ত্রাস করেও রোখা যায়নি। তখন তারা মুখ্যমন্ত্রীর মুখ বদলালো। মুখ্যমন্ত্রী পরিবর্তন করার মানে হল তোমরা মেনে নিচ্ছ যে, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছিল এই সরকার হল ব্যর্থ সরকার, অপশাসন চলছে, সন্ত্রাস চলছে তার মান্যতা। আজও বিজেপি বলতে পারেনি যে কেন মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হল। একটা টার্মে একজন মুখ্যমন্ত্রীকে দিয়ে চালাতে পারে না বিজেপি। ওরা আবার ভোট চাইতে যাচ্ছে।’
‘বিজেপির আসল মুখটা হল, ফ্যাসিস্ট, সন্ত্রাসের মুখ। সেই মুখটাকে ওরা আরও নগ্নভাবে দেখিয়ে ফেলছে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বাবু আজ রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বিজেপির বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে