চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, বিধানসভায় লড়া বিজেপি প্রার্থী গ্রেফতার
চাকরি দেওয়ার নামে প্রতারণার (Fraud) অভিযোগে গ্রেফতার হলেন একুশের ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP) সুমিতরঞ্জন কাঁড়ার। শুক্রবার রাতে তাঁকে উদয়নারায়ণপুর থানার পুলিশ গ্রেফতার (Arrest) করেছে। শনিবার তাঁকে তোলা হবে উলুবেড়িয়া আদালতে।
উদয়নারায়নপুর উত্তর চাঁদচক এলাকার বাসিন্দা চন্দ্রশেখরের স্কুলে চাকরি দেওয়ার নাম করে ২০১৫ সালে সুমিতবাবু দু’লক্ষ টাকা নিয়েছিলেন। তাঁর কথায়, “চাকরি না পেয়ে বেশ কয়েকবার টাকা ফেরত চেয়েছিলাম। কিন্তু তিনি টাকা ফেরত দেননি। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।”
তবে গ্রেফতার হওয়া এই বিজেপি নেতা বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এদিকে সুমিতের গ্রেফতারির খবর পেয়ে শনিবার আরও কিছু যুবক উদয়নারায়নপুর থানার সামনে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তাঁরাও চাকরির জন্য সুমিতকে টাকা দিয়েছেন। কিন্তু সেই টাকা সুমিত ফেরত দেননি। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে