পাটনা থেকে দিল্লিগামী বিমানে আগুন! জরুরি অবতরণ করানো হল

পাটনা থেকে দিল্লি যাওয়ার জন্যও বিমানটি সবে পাড়ি দিয়েছিল আকাশে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা জয় বিমানে আগুনের শিখা (Fire in Flight)। তড়িঘড়ি আপদকালীন পরিস্থিতিতে বিমানটিকে পাটনা বিমান বন্দরে নামানো হয়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

জানা গেছে রবিবার সকালে পাটনা থেকে দিল্লির উদ্দেশে স্পাইস জেটের একটি বিমান, বিমান বন্দর থেকে ওড়ে। কিন্তু ওড়ার পরপরই বিমানের মধ্যে আগুন দেখা যায়। তৎক্ষনাৎ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ওই বিমানে ১৮৫ জন যাত্রী ছিল।

জানা গেছে বিমানটি ওড়ার সময় একটি পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে ইঞ্জিনে আগুন লেগে যায়। বিমানবন্দরে থাকা স্থানীয়রা দেখতে পান, বিমানের বাঁদিকের ইঞ্জিনে আগুনের ফুলকি।

ডিজিসিএ সূত্রে খবর, পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই ঘটনা ঘটে। পাইলট তৎক্ষনাৎ ইঞ্জিন বন্ধ করে বিমানটিকে পাটনা বিমানবন্দরে ফিরিয়ে আনেন। পাটনার জেলা শাসক চন্দ্রশেখর সিং জানান, “১৮৫ জন যাত্রী নিয়ে বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা বিমানের ডানায় আগুন দেখতে পান। তাঁরাই বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেন। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news