ভারত সরকার সেনাবাহিনীকে প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে : মুহাম্মদ সেলিম

ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বলেছেন, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে। দেশে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে যুবকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

সিপিএম নেতা মুহাম্মদ সেলিম বলেন, ‘ওই প্রকল্পের মধ্য দিয়ে কম বয়সী ছেলে-মেয়েদের বোকা বানানোর চেষ্টা হয়েছে, তারা বিষয়টা বুঝতে পেরেছে। বর্তমান প্রজন্ম অনেক বেশি ভালো বোঝে, সেজন্য তারা বুঝে গেছে। আগের জেনারেশন ভুল করেছে, ওই সব বুজরুকি দেখে। দু’কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। ক’দিন আগেও ১৫ লাখ বেকারকে কাজ দেওয়ার কথা বলা হয়েছে। এ ভাবে নেমে গেছে সংখ্যা। অথচ আমাদের দেশের সবক’টা প্রতিষ্ঠানে রিক্ত পদ আছে। পুলিশে  আছে, সেনাবাহিনীতে আছে। শিক্ষকতায় আছে, রেলে আছে। গোটা ঠিকা প্রকল্প চালু করা হচ্ছে। সরকার সেটাকে প্রাইভেট সেক্টরের মতো করতে চাচ্ছে। আমাদের সেনাকেও প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে।’     

অন্যদিকে, অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে যুবকদের চলমান সহিংস আন্দোলন প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ বলেন, ‘আমাদের বিরোধীদল যারা, তারা বিভিন্ন সংস্থাকে এই কাজগুলো করাচ্ছে। এর পিছনে বড় চক্র আছে। ভারত বিরোধী কিছু শক্তিও আছে যারা এ গুলো করাচ্ছে। আপনারা জানেন ভারতীয় সেনা এই মুহূর্তে যৌবনের অভাবে ভুগছে। একটু রিইনফোর্সমেন্ট দরকার। নরেন্দ্র মোদির মনে হয়েছে বলে চালু করে দেওয়া হয়েছে বা বিজেপি সরকারের মনে হয়েছে বলে ওই প্রকল্প চালু করে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘদিনের আলোচনার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ বলেও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেনখবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news