অগ্নিপথ প্রকল্প: সরকার পতনের আহ্বান জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তরুণদের উদ্দেশ্যে বলেছেন, এই সরকার সেনাবাহিনীকে শেষ করতে চায়। তিনি বলেন, সরকারের অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনী শেষ হয়ে যাবে। এমতাবস্থায় আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত এই সরকারের পতন ঘটানো।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন,  ‘আমাদের দেশ রক্ষাকারী সেনাবাহিনীকে এই সরকার  শেষ করে দেবে। আপনারা এই সরকারের অভিপ্রায়কে চিনে নিন, অহিংসা ও সত্যের পথ অবলম্বন করে এই সরকারকে গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণভাবে পতন ঘটান।’

আজ (রোববার) ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের  সমস্ত সিনিয়র নেতা দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে সত্যাগ্রহ ধর্না-অবস্থান করেছেন। কংগ্রেস এই প্রকল্প সম্পর্কে বলেছে, সরকারের অবিলম্বে এই প্রকল্পটি প্রত্যাহার করা উচিত কারণ এটি শিক্ষার্থীদের জন্য ভাল নয়। 

সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী আজ আন্দোলনরত যুবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এ দেশের নিরাপত্তার স্বপ্ন দেখেন। নিজেদের ভবিষ্যৎকে শক্তিশালী করার স্বপ্ন দেখেন। আপনারা স্বপ্ন দেখেন বড় হয়ে নিজেদের মা-বাবার দেখাশোনা করবেন। সীমান্তে যেয়ে এ দেশের জন্য জীবন দেবেন। আমি মনে করিয়ে দিতে চাই আপনাদের চেয়ে কোনও বড় দেশপ্রেমী কেউ নেই। আমি আপনাদের বলতে চাই যে, যারা ভুয়ো জাতীয়তাবাদী, যারা ভুয়ো দেশপ্রেমী চোখ খুলে তাদের চিহ্নিত করুন। আপনাদের আন্দোলনে গোটা দেশ আপনাদের পাশে আছে। গোটা কংগ্রেস দল আপনাদের পাশে রয়েছে।’   

তিনি আরও বলেন, আমরা (কংগ্রেস) তরুণদের কষ্ট বুঝি। প্রথমে  কৃষকরা আন্দোলন করেছিল কারণ তারা বুঝতে পেরেছিলেন যে তাদের  প্রচেষ্টা অন্য কাউকে দেওয়া হচ্ছে। এবার অগ্নিপথ প্রকল্পের পর যুবকরা সড়কে নেমে এসেছে।

কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে তিনি বলেন, দেশের সরকার আপনাদের জন্য  কাজ করছে না। সরকার শুধু বড় শিল্পপতিদের জন্য কাজ করছে। প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, যেসব প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলো ভেবেচিন্তেই  চাপিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতায় থাকাই ওদের একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news