কাশ্মীরে ৩ সংঘর্ষে ৭ জঙ্গি নিহত

কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের (Kashmir) তিন জায়গায় সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয় ওই সাত জঙ্গি। নিহতদের দু জন পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে।

জম্মু-কাশ্মীরে (Kashmir) আগামী ডিসেম্বরে বিধানসভার ভোট করানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। দু দিন আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জম্মুতে এক অনুষ্ঠানে দিয়ে ঘোষণা করে এসেছেন, সরকার বছর শেষে ভোট করাতে চায়।

সরকারি মহলের আশঙ্কা ভোট বানচাল করে দিতে জঙ্গি তৎপরতা আরও বাড়বে উপত্যকায়। গত কয়েকদিনে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে জঙ্গিরা খুন করে। টার্গেট কিলিং মোকাবিলায় কাশ্মীরের পণ্ডিত সমাজের বহু পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। বদল করা হয়েছে কর্মস্থল। কৌশল বদলে জঙ্গিরা গত পরশু এক পুলিশ কর্মীকে।হত্যা করে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এই পথ বেছে নিয়েছে উগ্রবাদীরা।

 এই পরিস্থিতিতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনীও। সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তদের গ্রেফতারে উপত্যকা জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ-সেনা-আধা সেনার যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে অভিযানে কুপওয়ারা, কুলগাও এবং পুলওয়ামায় মোট সাত জঙ্গি সংঘর্ষে নিহত হয়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news