সেনা নিয়ে কু-কথা: কৈলাশকে বহিস্কার করুক বিজেপি, দাবি অভিষেকের

‘অগ্নিবীর’‌দের বিজেপি দফতরের দারোয়ান (Agneepath) হিসাবে নিযোগ করার কথা বলে ইতিমধ্যেই বিরোধী সমালোচনার মুখে পড়েছেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়। সোমবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিতে সরব হলেন। অভিষেকের বক্তব্য, সেনা নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, তাঁদের দেশ থেকে তাড়ানো উচিত। পাশাপাশি তাঁর দাবি, অবিলম্বে কৈলাশকে বহিষ্কার করুক বিজেপি।

অভিষেকের কথায়, ‘’ভারতীয় সেনা, আধাসেনা এবং কেন্দ্রীয় বাহিনীর ছবিকে সামনে রেখে নির্বাচনে লড়াই করবে বিজেপি। আর নির্বাচন মিটে গেলে বলেন, চার বছর পর চাকরি থেকে অব্যাহতির পর অগ্নিবীররা বিজেপি-র কার্যালয়ে নিরাপত্তারক্ষী (Agneepath) হবেন। এর থেকে লজ্জার কী হতে পারে!’‌

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘’বিজেপি নেতার ছেলে বিসিসিআই-এর সচিব হবেন, বিজেপি নেতার ছেলে এশিয়ান ক্রিকেটের কাউন্সিলর প্রেসিডেন্ট হবেন, যিনি বলছেন, সেই কৈলাস বিজয়বর্গীয়র ছেলে বিধায়ক হবেন, ব্যাট দিয়ে আমলাকে মেরে বেড়াবেন। আর সাধারণ, দরিদ্র, খেটে খাওয়া মানুষের ছেলে চার বছরের জন্য অগ্নিবীর (Agneepath) হয়ে দারোয়ানগিরি করবেন!’’ অভিষেকের মতে, সাধারণ মানুষই এর জবাব দেবেন।’‌

অভিষেকের প্রশ্ন, ‘‌‌সাধারণ মানুষের ভাল জায়গায় চাকরি, সেনাবাহিনীতে দেশসেবার অধিকার নেই? আসলে ওদের উদ্দেশ্য এটাই। কৈলাস শুধু মুখ ফস্কে বলে ফেলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডিও বলেছিলেন, অগ্নিবীররা ফিরে এসে নাপিত হবেন, বিদ্যুকর্মী হবেন, প্লাম্বার হবেন। নিজের ভাষায় বলেছেন বলে, তা নিয়ে সমালোচনা হয়নি। এক জন্যই কি অগ্নিবীর! ধিক্কার জানাই। সেনাকে ন্যূনতম সম্মান করলে, ভালবাসলে, অবিলম্বে এঁদের বহিষ্কার করা উচিত। আমাদের দলের হলে তাই করতাম।

অভিষেক বলেন, বিজেপি মন্ত্রীর ছেলে মন্ত্রী হবেন, বিসিসিআই সচিব হবেন, আর খেটে খাওয়া মানুষের ছেলে দারোয়ান হবেন, এই দ্বিচারিতা চলতে পারে না।’’

অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ দেশ। এরমধ্যেই বিতর্কিত মন্তব্য করে কার্যত আগুনে ঘি ঢেলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস। ইন্দোরে একটি দলীয় অনুষ্ঠানে অগ্নিপথ প্রকল্পের সুফল বোঝাচ্ছিলেন একদা বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা। সেখানেই দাবি করেন, বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষী হিসাবে অগ্রাধিকার পাবেন অগ্নিবীররা। সেই মন্তব্য টুইট করা হয়েছে কংগ্রেসের তরফে।

কৈলাস বলেছিলেন, ‘আমাকে যদি এই অফিসে (বিজেপি কার্যালয়) সিকিউরিটি রাখতে হয়, তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব।’ কৈলাসের ওই মন্তব্য সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। এদিন ত্রিপুরা পৌঁছে অভিষেকও বিষয়টির কড়া নিন্দা জানান। কৈলাশের ওই বক্তব্য ভারতীয় সেনার অপমান বলে মনে করছেন তিনি।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news