পূর বিতর্কে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তিও অনভিপ্রেত ছিল: মুখ্যমন্ত্রী

বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma), নবীন জিন্দালদের মন্তব্য নিয়ে আগেই তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে তাঁদের গ্রেফতারিরও দাবি জানিয়েছিলেন তিনি। সোমবার বিধানসভার অধিবেশনে নূপুর শর্মাদের মন্তব্য নিয়ে নিন্দা প্রস্তাব আনল রাজ্য সরকার।

নূপুরদের ওই বক্তব্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। বাদ যায়নি বাংলাও। হাওড়ায় যে ভাবে ঘণ্টার পর ঘণ্টা জাতীয় সড়ক আটকে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছিল তা নিয়ে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, “আমার রাজ্যে সাড়ে তিন কোটি মুসলিম রয়েছেন। অন্য কোথাও হয়নি। শুধু তিনটে জায়গায় গণ্ডগোল হয়েছে। হাওড়া, রেজিনগর ও নদিয়ায়। আমি মনে করি এটা হ‌ওয়া উচিত হয়নি। আমি কিন্তু এখানে অ্যারেস্ট করেছি। ওখানে এখনও অ্যারেস্ট করা হলো না কেন ?”

সেদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি এই জঘন্য কথার তীব্র প্রতিবাদ করছেন। কিন্তু এ ভাবে মানুষকে আটকে বিক্ষোভ তিনি সমর্থন করেন না। জাতীয় সড়ক থেকে অবরোধ তোলারও আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনের পরও ঘণ্টা পাঁচেক চলেছিল অবরোধ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news