বিজেপি নেতা শুভেন্দু’র বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যপালকে তৃণমূলের স্মারকলিপি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাতে পদক্ষেপ গ্রহণ করে সেজন্য রাজপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা।
আজ (মঙ্গলবার) তৃণমূল নেতা ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে যান কুণাল ঘোষ, সায়নী ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং ও অন্যরা। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপালের সঙ্গে আমাদের দীর্ঘ কথাবার্তা হয়েছে। আমরা তাকে নিজেদের সব কথা জানিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, একই মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিজেপিতে থাকলেই ছাড় পাওয়া যাচ্ছে। বিষয়টি তার নজরে এনেছি। তিনি শুনে নিজের মতামত দিয়েছেন, আমরাও পালটা বলেছি যে আমরা কী মনে করছি। তৃণমূল এবং সরকারের পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে এই আলোচনা জারি থাকবে।’
কুণাল ঘোষ আর বলেন, ‘কিছু ক্ষেত্রে কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলো রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে কাজ করছে। ইডি, সিবিআইয়ে অনেক কৃতি অফিসার আছেন, তাদের রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। বিজেপিতে যারা যাচ্ছে, নাম লেখাচ্ছে, তাদের আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে। বিজেপি যেন ওয়াশিং মেশিন। (বেআইনি অর্থলগ্নি সংস্থা) ‘সারদা’ কর্তা সুদীপ্ত সেন অভিযোগ করার পরেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না? ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা আবেদন জানিয়েছি। তৃণমূল ও সরকারের সঙ্গে রাজভবনের এই যোগাযোগ জারি থাকবে।’
‘নারদা’ আর্থিক দুর্নীতি মামলা ও ‘সারদা’ দুর্নীতি মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জড়িত আছেন অভিযোগ করে তাকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই যাতে গ্রেফতার করে সেই দাবিতে সম্প্রতি ব্যাপক তৎপরতা শুরু করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।।খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে