মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, এখনও ক্ষতিপূরণ পায়নি নিহত অভিজিতের পরিবার
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার এবার আদালত অবমাননার (Contempt Of Court) মামলা দায়ের করল মুখ্যসচিব (Chief secretary) হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwibedi) বিরুদ্ধে। এদিন হাইকোর্টে এই পিটিশন দায়ের করেছেন নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। অগস্টের প্রথম সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২০ জুনের মধ্যে অভিজিতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নবান্নে মুখ্যসচিবের অফিসে গিয়ে নোটিসও দিয়ে এসেছিল সরকার পরিবার। তাতে বলা হয়েছিল, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিক রাজ্য সরকার। ৫ জুলাই সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে। শেষমেশ এদিন মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করল সরকার পরিবার।
একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার রাতে অভিজিৎ সরকার খুন হয়েছিলেন। সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে এই মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
এখন দেখার আদালত অবমাননার মামলা কোন পথে গড়ায়।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


