রাজ্য সরকারের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী, পাল্টা জবাব তৃণমূলের

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করেছেন। তার সমালোচনার পাল্টা জবাবে আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তৃণমূল এমপি শান্তনু সেন।

আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার চায় ভারতের সব জায়গায় তেলের দাম এক হোক। কিন্তু বাংলার সরকার পেট্রোল-ডিজেলে ‘সেস’ কমায়নি। সেজন্য পেট্রোল-ডিজেলের দাম বেশি।

তিনি বলেন, ‘এখানকার যে সরকার আছে তারা বেশি ট্যাক্স নিচ্ছে। আমরা চাই গোটা ভারতে তেলের দাম একই হোক। কিন্তু আপনারা দেখবেন যেখানে যেখানে বিরোধী সরকার আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, রাজস্থানে কংগ্রেস সরকার আছে, এ সব জায়গায় তেলের দাম বেশি। আমরাও চাই তেলের দাম যাতে না বৃদ্ধি পায়। কিন্তু কিছু রাজ্য তাদের ট্যাক্স বৃদ্ধি করে রেখেছে, সেজন্য জনগণ ভোগান্তিতে পড়েছে।’

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা সমালোচনা করে আজ তৃণমূল এমপি শান্তনু সেন বলেন, ‘ কেন্দ্র সরকার এটা কেন বলছে না, যে, যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমে যায়, তখনও ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে। কোভিডের সময়ে যখন যানবাহন সেরকম চলত না, তখনও পেট্রোপণ্যের দাম বাড়ত। কেন্দ্রীয় সরকার কেন বলছে না যে তারা মোট কত শতাংশ ট্যাক্স বাড়িয়েছে? মোট টাকাটা রাজ্য থেকে যে কর হিসাবে তারা নেয়, তার কত শতাংশ রাজ্য সরকার পায়, কত শতাংশ কেন্দ্রীয় সরকার পায়? এই উত্তরগুলো আগে তাদের দিতে হবে। দেশবাসী জানে বিজেপি সরকার বিগত কয়েক মাসের মধ্যে পেট্রোপণ্যের উপরে কত শতাংশ ‘সেস’ বৃদ্ধি করেছে।’   

‘কেন্দ্রীয় সরকার বাংলার পাওনা ৯৮ হাজার কোটি টাকা দিয়ে দিক। আমরা ৫ বছরে এক টাকাও মূল্যবৃদ্ধি করব না। সেই টাকা কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে’ বলেও তৃণমূল এমপি শান্তনু সেন মন্তব্য করেন। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news