জম্মু-কাশ্মীরের পুঞ্চে গ্রেনেড বিস্ফোরণে সেনা ক্যাপ্টেন ও ‘জেসিও’ নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চে গ্রেনেড বিস্ফোরণে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ও একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখার কাছে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জওয়ান।

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) দিবাগত রবিবার গভীর রাতে পুঞ্চ জেলার মেনধার সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আকস্মিক গ্রেনেড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় জওয়ানরা কর্তব্যরত অবস্থায় ছিলেন। বলা হচ্ছে, ওই ঘটনার পরপরই আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য উধমপুরে নিয়ে যাওয়া হয়। এ সময়ে আর্মি ক্যাপ্টেন আনন্দ (ক্যাপ্টেন আনন্দ) এবং নায়েব সুবেদার ‘জেসিও’ ভগবান সিং চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান। যেখানে চার  সেনার চিকিৎসা চলছে।   

এর আগে গতকাল (রোববার) জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর একটি তল্লাশি চালানো টিমের উপর হামলা চালায় অজ্ঞাত  গেরিলারা। ওই হামলায় বিনোদ কুমার নামে ‘সিআরপিএফ’-এর একজন সহকারী উপ-পরিদর্শক নিহত হন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত দু’বার হামলা চালিয়েছে অজ্ঞাত গেরিলারা। এ সব হামলায় দুই জওয়ান নিহত হয়েছেন। এ ছাড়া অন্য দু’জন জওয়ান ও একজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

গত সপ্তাহে শ্রীনগরের লালবাজার এলাকায় পুলিশের নাকা তল্লাশি টিমের উপর গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে এতে পুলিশের উপ-পরিদর্শক মুশতাক আহমেদ নিহত হন। একইসঙ্গে ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জওয়ান।খবর পার্সটুডে/এনবিএস২০২২/একে

news