শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্য হারিয়েছে, ওর তাল কেটে গেছে: কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, শুভেন্দু মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।

এর আগে আগামী ২১ জুলাই কোলকাতায় প্রস্তাবিত তৃণমূলের শহীদ দিবস পালন কর্মসূচি ও সমাবেশকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘২১ জুলাইয়ের সভা ভরাতে মাঠে নেমে পড়েছে পুলিশ-প্রশাসন। প্রশাসনের নির্দেশে সব স্টেশনে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের কর্মসূচিকে সরকারি অনুষ্ঠানে পরিণত করেছে পুলিশ-প্রশাসন।’     

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ২১ জুলাই তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের জনগণকে বলব, দিনের বেলা আপনাদের গাঁ-গঞ্জে সবাই গরু বেঁধে রাখেন, জামাকাপড় ছাদে শুকাতে দেন বা ঘরের ভিতর শুকান। ওইদিন সব চোরগুলো কোলকাতায় আসছে, সেজন্য আপনি গরু ছেড়ে রাখতে পারেন এবং জামাকাপড় বাইরে শুকাতে দিতে পারেন, সন্ধ্যে বেলা তুলতে পারেন, কেউ হাত দেবে না।’

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কাদের ও চোর বলছে? নিজে চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার, সিবিআইয়ের এফআইআরে তার নাম রয়েছে। (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করতে গেছে। শ্মশানের জমি কারা চুরি করেছে কাথিতে? কারা ল্যাম্পপোস্টের টাকা চুরি করেছে? কোনও কিছু বাদ দেয়নি। আস্ত একটা চোর-ব্ল্যাকমেলার-ঘুষখোর।’ 

‘সে এই কুৎসাটা শহীদ দিবস নিয়ে কেন করছে? অবান্তর কুৎসার একটা সীমা থাকা উচিত’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে 

news