মহিলা পুলিশকে পিষে মারল গরু পাচারকারীরা, হরিয়ানার পর রাঁচি

 মঙ্গলবার সকালে বালি মাফিয়ারা ট্রাক দিয়ে পিষে মেরেছিল হরিয়ানা পুলিশের একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারকে। তারপর প্রায় একই রকম ঘটনা ঘটল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে (Ranchi)। এক মহিলা পুলিশ আধিকারিককে (Woman Cop) ট্রাক দিয়ে পিষে মারল (Crushed) গরু পাচারকারীরা।

নিহত সাব ইনস্পেক্টরের নাম সন্ধ্যা টোপনো। পুলিশের কাছে খবর ছিল, গরু বোঝাই একটি ট্রাক ওড়িশা থেকে ঝাড়খণ্ডে ঢুকেছে। সেই ট্রাকটি দুটি চেক পোস্ট এড়িয়ে রাঁচির দিকে আসছে। স্বাভাবিক ভাবেই অন্য চেকপোস্টে কর্তব্যরত পুলিশকর্মীরা সতর্ক হয়ে যান।

‘ব্রা খোলো, হাতে নাও, বেরিয়ে যাও এখান থেকে!’ সেদিনের ধমক এখনও কানে বাজছে, ট্রমায় ছাত্রী

সন্ধ্যার দায়িত্ব ছিল রাঁচির টুপুদানা চেকপোস্টে। ট্রাকটি দ্রুত গতিতে আসছে দেখে টর্চ জ্বালিয়ে থামার সঙ্কেত দেন সন্ধ্যা। কিন্তু তাঁকে পিষে দিয়ে এগিয়ে যেতে থাকে ট্রাকটি। এরপর অন্য পুলিশকর্মীরা ট্রাকটিকে ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর উল্টে যায় সেটি। চালক নাসির আখতারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সঙ্গে আরও একজন ছিল। সে পালিয়ে গিয়েছে। নাসিরকে জেরা করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news