পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল ইস্যুতে স্বচ্ছ ভাবমূর্তি প্রশ্নে তৃণমূলের অবস্থান

ভারতের পশ্চিমবঙ্গে আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে। আজ (সোমবার) রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন।

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে রাজ্যে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে আসার পর এবং ওই ইস্যুতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় সরকার ও তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। পার্থ বাবুকে মন্ত্রিত্ব সরিয়ে দেওয়া হয়েছে এবং দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।         

আজ (সোমবার) মন্ত্রিসভার আসন্ন পরিবর্তন ও স্বচ্ছ ভাবমূর্তি ইস্যুতে বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায়ের মন্তব্যকে কেন্দ্র করে আলচনা শুরু হয়েছে। বিজেপির টিকিটে জয়ী এবং পরে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া ওই বিধায়ক বলেন,  ‘শাসকের ‘ভাবমূর্তি’র সঙ্গে রদবদলের কোনও সম্পর্ক নেই। ভাবমূর্তি এ সবের উপরে নির্ভর করে না।’  তাকে প্রশ্ন করা হয়,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভায় রদবদল করছেন, তাতে কী দলের ভাবমূর্তি বদলাবে? সেই প্রশ্নের জবাবেই বিধায়ক মুকুল রায় ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘ভাবমূর্তি, ভাবমূর্তির উপরেই নির্ভর করে।’ মুকুল রায়ের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।   

এ প্রসঙ্গে আজ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘এটা তো বিষয় মন্ত্রিসভা কেন রদবদল হচ্ছে মুখ্যমন্ত্রী তো বলেছেন। সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় বন্দি। দল অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দিয়েছেন। রদবদল বা কাজের সুবিধার্থে শূন্যস্থান পূরণ, এ গুলোর সঙ্গে কী সার্বিক খুব সম্পর্ক থাকে?  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি সমানভাবে উজ্জ্বল রয়েছে। বাংলার মানুষ উপকার পাচ্ছেন, লড়াইয়ের ইন্ধন পাচ্ছেন, পরিসেবা পাচ্ছেন এবং রাজনৈতিক উপাদান পাচ্ছেন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিটাই শেষ কথা বলেই তো পরপর তিনবার তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মন্ত্রিসভার রদবদল খানিকটা কাজের সুবিধা, পরিস্থিতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যেভাবে চালাতে চাচ্ছেন তার সঙ্গে সম্পর্কিত। আমার মনে হয় দু’টোকে না জড়ানোই ভালো’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news