প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিজেপি সভাপতির, পাল্টা কটাক্ষ কুণালের
ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে একনাগাড়ে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলাকাতায় বিজেপির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ওই বিষয়ে জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি।
তিনি বলেন, ‘এসএসসি দুর্নীতির বিষয়টি আমরা স্ট্রিট কর্নারের মাধ্যমে মানুষকে জানাবো। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট এবং ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট রাজ্যে সমস্ত ব্লক স্তরে ধর্না-অবস্থান এবং মিছিল করা হবে। এ ছাড়া ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট জেলাস্তরে ‘আইন অমান্য’ এবং ‘জেল ভরো’ আন্দোলন করা হবে। আগামীকাল (সোমবার) থেকে কোলকাতায় ধর্না-অবস্থান কর্মসূচি শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত ‘এসএসসি’র এই তদন্ত সুনির্দিষ্ট পথে যায় সেজন্য কোলকাতায় একটি নির্দিষ্ট জায়গায় আমরা আন্দোলন শুরু করব। আমরা এ সময়ে প্রত্যেকদিন তিন ঘণ্টা ধরে অবস্থান করব কোলকাতার বুকে।’
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, ‘আগামীকাল সোমবার দিল্লিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি এমপিরা ওই ইস্যুতে ধর্না-অবস্থান করবেন। যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তা উন্মোচিত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা’র (সিবিআই) পদক্ষেপ যেন হয় সেজন্য গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হবে।’
পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা ‘এসএসসি’ নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরবর্তীতে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ইডির তল্লাশি অভিযানে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত দু’জনেই ইডি হেফাজতে আছেন।
পার্থ চট্টোপাধ্যায়ের দাবি- তিনি বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। অন্যদিকে, বিরোধীরা বলছেন, দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করতে হবে।
এদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেছেন, উনি কাঁচের ঘরে থেকে ঢিল ছুঁড়ছেন। উনি দুর্নীতি নিয়ে এত বড় বড় কথা বলছেন, কিন্তু সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সারদা আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সিবিআই যাতে গ্রেফতার করে, স্বচ্ছতার স্বার্থে নিরপেক্ষতার স্বার্থে,সততার স্বার্থে তা আগে নিশ্চিত করুন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


