জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত, অভিযানে আহত ৩ জওয়ান

জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন গেরিলা নিহত হয়েছে। অন্য গেরিলাদের খোঁজে তল্লাশি চলছে।

আজ (শনিবার) ওই সংঘর্ষে দুই সেনা সদস্য ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্রস ফায়ারিংয়ে সেনাবাহিনীর একটি স্নিফার কুকুরের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চলছে বলেও জানানো হয়েছে। আজ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়ানিগাম বালা এলাকায় গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময়ে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তাতে কান না দিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে গেরিলারা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে জবাব দেয়। এ সময়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে একজন গেরিলার মৃত্যু হয়।

এর আগে, গত (বুধবার) দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে একজন সেনা জওয়ান আহত হন। এ সময় গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। বুধবার ভোরে জেলার বারাইহার্ড কঠপোরা এলাকায় গেরিলাদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। ওই তথ্যের ভিত্তিতে, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস,  আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’ এলাকাটি ঘিরে ফেলে যৌথ তল্লাশি অভিযান চালায়। এ সময় ওই এলাকায় লুকিয়ে থাকা গেরিলারা অগ্রবর্তী তল্লাশি টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। বেশ কিছুক্ষণ ধরে চলা উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণের পর এলাকায় নীরবতা নেমে আসে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news