উল্টোডাঙায় ব্যাপক ধস্তাধস্তি, টেট চাকরিপ্রার্থীদের মিছিল আটকে দিল পুলিশ

 টেট চাকরিপ্রার্থীদের (TET Candidates) বিক্ষোভে ফের উত্তাল উল্টোডাঙা (Ultodanga)। এদিন উল্টোডাঙা থেকে মিছিল করে চাকরির দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে যাওয়ার পরিকল্পনা করেন টেট প্রার্থীরা। কিন্তু বিকাশ ভবন পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া হয়। যার জেরে উল্টোডাঙায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ব্যস্ত রাস্তা।

বুধবার বেলা ১১টার পর উল্টোডাঙা থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল শুরু হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল চাকরিপ্রার্থীদের। কিন্তু খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। সল্টলেকে ঢোকার আগেই মিছিল আটকে দেওয়া হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তাঁরা। পাঁচ বছরেও নিয়োগ হয়নি। অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অবিলম্বে যথাযথ প্রক্রিয়ায় তাঁদের নিয়োগ করতে হবে, এই দাবি তুলেই এদিন উল্টোডাঙা থেকে মিছিল শুরু করেন টেট প্রার্থীরা। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সম্প্রতি এসএসসি চাকরিপ্রার্থীদের মৌখিক আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অফিসের সামনে রাতভর জেগে বসেছিলেন টেটপ্রার্থীরা। টেট নিয়োগেও এসএসসি-র মতো ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এদিন ফের আন্দোলনকারীদের বিক্ষোভে তেতে উঠল শহর কলকাতা।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news