ফের নিয়োগে দুর্নীতির অভিযোগ! তৃণমূল পরিচালিত কালনা পুরসভায় বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

পূর্ব বর্ধমান: ফের দুর্নীতির (corruption) অভিযোগ তৃণমূল (TMC) পরিচালিত পুরসভায়। যা নিয়ে শনিবার সকাল থেকে ক্রমশ উত্তেজনা ছড়াল কালনা পুরসভার (Kalna Municipality) বাইরে। সূত্রের খবর, সেই পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিক্ষোভ (agitation) দেখিয়েছেন চাকরিপ্রার্থী ও অস্থায়ী কর্মীরা। সবথেকে বড় ঘটনা, তৃণমূল পরিচালিত এই পুরসভার বিরুদ্ধে একই ঘটনার অভিযোগ তুলে সরব হয়েছেন শাসকদলের এক কাউন্সিলরও। যদিও পুর চেয়ারম্যানের দাবি, আদালতের নির্দেশ মেনেই নিয়োগ হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।

এসএসসি দুর্নীতি নিয়ে এইমুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। জেল হেফাজতে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এইসব ঘটনাকে ঘিরে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক এমন সময় ফের নিয়োগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হল শাসকদল। চাকরিপ্রার্থীরা তো বটেই, তৃণমূল পরিচালিত কালনা পুরসভায় নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ শাসকদলেরই কাউন্সিলর।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news