দিল্লি পর্যন্ত আওয়াজ তুলুন, বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না'
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না।’ তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বজবজে আর্সেনিক মুক্ত খাবার পানি সরবরাহ বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি পশ্চিমবঙ্গের পাওনা ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জোরে বলুন ‘জয় বাংলা’, যেন দিল্লি পর্যন্ত আওয়াজ যায় যে, ‘বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না। প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, ‘যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাংলার মানুষের পেটে লাথি মেরে আপনি যদি ভাবেন যে আপনি প্রতিশোধ নেবেন, তাহলে আপনার ‘বাড়া ভাতে ছাই’ বাংলার মানুষ দেবে।’
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সবার সঙ্গে সকলের উন্নয়ন)। কিন্তু ১০০ দিনের প্রকল্পের টাকা বাংলাকে দেয়নি। বাংলাকে ছাড়া বাকি যে ক’টা রাজ্য আছে সব ক’টাকে ১০০ দিনের প্রকল্পের টাকা দিয়েছে। তার কারণ, বাংলা ওদের (বিজেপি) বলে বলে গোল দিয়ে হারিয়েছে। সেজন্য ওদের তা গায়ে লেগেছে। গত সপ্তাহে রাজ্যসভায় আমাদের একজন এমপি প্রশ্ন করেছিলেন জহর সরকার। তার উত্তরে জানা গেছে প্রত্যেক রাজ্যকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু বাংলা কত টাকা দেওয়া হয়েছে? শূন্য! উত্তরে উল্লেখ করা হয়েছে। এটা সরকারি তথ্য, আমি বানিয়ে বলছি না। তার মানে আপনি প্রমাণ করছেন যে, বাংলায় আপনি হেরে গেছেন বলে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখবেন। আপনি তা পারবেন না’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিখবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


