১০০ দিনের প্রকল্পে টাকা না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে টাকা না দেওয়া এবং নাম পরিবর্তনে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মানার অভিযোগ করা হয়েছে। আজ (মঙ্গলবার) রাজ্য তৃণমূল ভবনে তৃণমূলের দুই মুখপাত্র সুখেন্দুশেখর রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য ওই অভিযোগ করেন।
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তৃণমূলের উপদলনেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘কোনও ক্ষেত্রেই প্রকল্পের নাম পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর নামে করা হয়নি। কিন্তু এই কেন্দ্রীয় সরকার ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করার দরকার ছিল। সেই নিয়ম মানা হয়নি।’
সুখেন্দু বাবু আরও বলেন, ‘মহাত্মা গান্ধীর নামে ১০০ দিনের প্রকল্প। সেই প্রকল্পের নাম তো পরিবর্তন করা হয়নি। তা হলে কেন টাকা আটকে রাখা হয়েছে? এর সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। এই অর্থ পাওয়া রাজ্যের অধিকারের মধ্যে পড়ে। কারণ, মোট অর্থের ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেয় ৪০ শতাংশ। সেজন্য আমাদের দাবির পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে।’
এদিকে, তৃণমূল নেত্রী ও রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘জানুয়ারি মাস থেকে ১০০ দিনের কাজের অর্থ আটকে রাখা হয়েছে। আমরা ১০০ দিনের কাজের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছি। তা সত্ত্বেও, অর্থ আটকে রাখা হয়েছে। ২০২১-২২ সালের এই খাতে ৪০০ কোটি টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং ২০২২-২৩ সালে ৫০০ কোটি টাকার বেশি কমানো হয়েছে। আমাদের ভাল কাজ সত্ত্বেও প্রতিহিংসাবশত বাংলাকে বঞ্চিত করা হচ্ছে’ বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


