কর্ণাটকে টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ, ১৪৪ ধারা জারি

ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের শিবমোগায় সাভারকর ও টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার) সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা ও বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, আমি মুসলিম সম্প্রদায়ের প্রবীণ সদস্যদের অনুরোধ করছি তাদের সম্প্রদায়ের যুবকদের বিরুদ্ধে এ জাতীয় দেশবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। হিন্দু সমাজ জেগে উঠলে এ ধরনের কর্মকাণ্ড টিকবে না। তিনি আরও বলেন, আমরা কর্ণাটকে ‘এসডিপিআই’ এবং ‘পিএফআই’ সংগঠনকে নিষিদ্ধ করতে চাই। আমরা দেখছি কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী করছে।   

গতকাল সোমবার স্বাধীনতা দিবসে মহীশূরের তৎকালীন শাসক টিপু সুলতান এবং  হিন্দুত্ববাদী চিন্তাবিদ সাভারকরের পোস্টার লাগানো নিয়ে বিবাদের জেরে শিমোগার আমির আহমেদ সার্কেলে একজনকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। আহত যুবকের নাম প্রেম সিং। ওই যুবকের চিকিৎসা চলছে। ছুরিকাঘাতের ঘটনার পর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একইসঙ্গে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সম্পর্কে পশ্চিমবঙ্গের 'ভাষা ও চেতনা সমিতি'র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক বলেন:


পশ্চিমবঙ্গের 'ভাষা ও চেতনা সমিতি'র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক।


শিবমোগার কালেক্টর আজ (মঙ্গলবার) শিবমোগা ও ভদ্রাবতী শহর সংশ্লিষ্ট এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কালেক্টর বলেন, ১৮ আগস্ট পর্যন্ত এই দু’টি জায়গায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।  

রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, ঘটনাটি ঘটা উচিত হয়নি। শান্তি বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত শহরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরইমধ্যে ১০ জনকে আটক করা হয়েছে। হামলাকারী দুর্বৃত্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

পুলিশের এডিজি অলোক কুমার আজ বলেন,  শিবমোগা সহিংসতা মামলায় ৪ অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য ২ জনকে অনুসন্ধান করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

গতকাল (সোমবার) স্বাধীনতা দিবস উদযাপনের সময়, একটি গোষ্ঠী হাই মাস্ট আলোর খুঁটিতে সাভারকরের একটি পোস্টার লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু লোক এর বিরোধিতা করে সেখানে টিপু সুলতানের পোস্টার লাগানোর চেষ্টা করে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের লোকজন বিপুল সংখ্যক ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে কর্তৃপক্ষ সেখানে জাতীয় পতাকা লাগিয়ে দেয়। কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি সাভারকরের পোস্টার লাগানোর অনুমতি দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news