মমতা দুর্নীতির কিং পিন, তাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত : শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
বিধায়ক শুভেন্দু অধিকারী আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ কোন বাড়িতে যাবে না যাবে, তাদের তদন্তের অংশ। কিন্তু (তৃণমূল নেতা) অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। বোলপুরের বাজারে মাগুর মাছ বিক্রি করত। সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক! স্বাভাবিকভাবে তার এই বেআইনি সম্পত্তির যে উৎস, তা ছিল শাসক দলের আশীর্বাদ। অনুব্রত মণ্ডলের স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন। তাকেই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের করা উচিত।’
এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন, ‘শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে প্রশ্ন করুন, তার রাজনৈতিক পরিচিতিটা কার দৌলতে, কার দয়ায়? আমি তার কাছে জানতে চাই তিনি যদি এ কথা বলেন, তাহলে বিজয় মালিয়া, নীরব মোদি, ললিত মোদি শুরু করে এ ধরণের অন্যদের সৃষ্টিকর্তা কে? এদের জন্মদাতা কে? তাহলে তিনি মেনে নেবেন যারা ভারতবর্ষকে লুট করে বিদেশে চলে গেছে, সেই মানুষগুলোর নাম, জন্মদাতার নাম আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তাহলে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়ার কোনও প্রস্তাব দেবেন কী সিবিআইকে? এই প্রশ্নটা লোডশেডিংয়ে জেতা আমাদের বিরোধী দলনেতার কাছে রাখলাম।’
সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে প্রচুর বেআইনি কাজকর্ম ও বেআইনি সম্পত্তি রাখার অভিযোগ উঠেছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


