মন্দিরের পুরোহিতই ধর্ষক! কোন্নগরে নাবালিকা ধর্ষণের ঘটনা শিউরে ওঠার মতো
সকাল বিকেল দেবতার পুজো করে যে তারই মধ্যে পাশবিক প্রবণতা রয়েছে কে জানত! অভিযোগ ওই ভণ্ড পুরোহিতই মন্দির লাগোয়া বাড়ির চোদ্দ বছরের এক নাবালিকাকে গত কয়েক মাস ধরে বার বার ধর্ষণ (Rape) করে। ব্যাপারটা পাঁচ কান করলে খুনের ভয় দেখায়। ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শেষমেশ বাড়ির লোকজন এই পুজারির এই কুকীর্তির কথা জানতে পারে।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই পুরোহিতকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ধৃত ওই পুরোহিত বিহারের লোক। বছর দশক আগে সে কোন্নগরে আসে। চটকল এলাকায় একটি মন্দিরে সকাল বিকেল পুজোর কাজ নেয়। নাম তার কেদারনাথ। বয়স বছর তিরিশ হবে।
মন্দিরের কাছেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত কেদারনাথ। এলাকার মানুষ জানিয়েছে, পুরোহিতের বদচরিত্রের কথা কেউই আন্দাজ করতে পারেনি। কদিন আগে এলাকারই এক নাবালিকাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ওই নাবালিকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ কথা জেনে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়ে প্রথমে বলতে চাইছিল না। পরে ওই নাবালিকা জানায় যে, কেদারনাথ তাকে মন্দিরের পিছনে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ (Rape) করেছে। সেই সঙ্গে খুনের হুমকি দিয়ে বলেছে কাউকে যেন না জানায়।
পরিবারের অভিযোগ পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ কেদারনাথকে গ্রেফতার করেছে। তাকে পকসো আইনে গ্রেফতার (Rape) করা হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে পেশ করার পর আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’খবর দ্য ওয়ালের /এনবিএস/ ২০২২/একে


