দলিত যুবককে জুতোপেটা করায় গ্রেফতার গ্রাম প্রধান! অমানবিক ঘটনা উত্তরপ্রদেশে
ফের একবার জাতপাতের সমীকরণ সামনে এল। ঘটনার কেন্দ্রস্থল সেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বারবারই এই রাজ্যে দলিতদের ওপর অত্যাচারে ঘটনা সামনে আসে (Dalit Youth Beaten)। ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে চাঞ্চল্যকর এক ঘটনার ছবি। এক দলিত যুবককে জুতোপেটা করার মতো ঘটনা ঘটেছে মুজফফরনগরে!
এখানেই গল্প শেষ নয়, জুতোপেটা পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় ওই যুবককে। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি হয়েছে। নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তাজপুর গ্রামের প্রধান শক্তি মোহন গুরজার ও রেতা নাগলা গ্রামের প্রাক্তন প্রধান গাজে সিং নিজেদের পায়ের জুতো খুলে দীনেশ কুমার (২৭) নামে এক দলিত যুবককে মারধর করে। তার পর তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় শক্তি ও গাজে।
পুলিশ এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার সূত্র ধরে তদন্তে নেমে শক্তি মোহনকে গ্রেফতার করে পুলিশ। যদিও গাজে সিং এখনও পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে এলাকায়। ভীম আর্মির কর্মীরা ঘটনার প্রতিবাদে ছাপার থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/ ২০২২/একে


