এলাকার লোক, ট্যাক্স দেব না! টোলপ্লাজার মহিলা কর্মীকে মারধর করে খুনের হুমকি যুবকের

 সে নাকি স্থানীয় (local) বাসিন্দা, তাই ট্যাক্স (Toll Tax) দেবে না। ‘এলাকার লোক’ বলে তাকে চিনতে না পারার অপরাধে টোল প্লাজার (Toll Plaza) এক মহিলা কর্মীকে ব্যাপক মারধর (Beats) করল যুবক।

ঘটনাটি ঘটেছে গত ২০ অগস্ট মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজগড় জেলায়। অভিযুক্ত যুবকের নাম রামকুমার গুর্জর। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। রাজগড়-ভোপাল রোডের একটি টোল প্লাজায় গাড়ি থেকে টোল ট্যাক্স আদায়ের দায়িত্বে ছিলেন অনুরাধা ডাঙ্গি নামক এক মহিলা। সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল রামকুমার। তার কাছে টোল চাইতেই সে জানায়, সে স্থানীয় বাসিন্দা, টোল দেবে না। অনুরাধার দাবি, ‘আমি ওকে বলি যে আমি ওকে চিনি না। আমি আমার সুপারভাইজারকে ডেকে আনি। তিনিও আমাকে জিজ্ঞেস করেন, আমি ওকে চিনি কিনা। আমি অস্বীকার করতেই সে আমাকে চড় মারে, এবং কুকথা বলতে শুরু করে। তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পর দলবল নিয়ে ফেরত আসে ওই যুবক। ঘটনা রিপোর্ট করলে আমাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি (Threat) দেয় সে। ভাগ্যক্রমে আমি সেই সময় ঘটনাস্থলে ছিলাম না।’

পাল্টা দিয়েছেন অনুরাধাও। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, জুতো খুলে রামকুমারকে পাল্টা মারছেন অনুরাধাও।


এরপরে বিয়াওড়া গ্রামীণ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনুরাধা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৪ ধারায় রামকুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।খবর দ্য ওয়ালের  /এনবিএস/ ২০২২/একে

news