বিজেপি মুসলমান এবং মহানবীকে (সা.) ঘৃণা করে, এটা ওদের অফিসিয়াল পলিসি: ওয়াইসি

 

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি মুসলমান এবং মহানবীকে(সা.) ঘৃণা করে, এটা ওদের অফিসিয়াল পলিসি। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

মহানবী(সা.) সম্পর্কে হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি নূপুর শর্মা থেকে কোনো শিক্ষা নেয়নি। প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, আপনার কী লজ্জা লাগে না? ওয়াইসি বলেন, দেশ ও বিশ্বকে কী বার্তা দিচ্ছেন? নূপুর শর্মার কাছ থেকে শিক্ষা নেননি।   

বিজেপিকে নিশানা করে ওয়াইসি বলেন, ‘ওরা তেলেঙ্গানায় শান্তি দেখতে চায় না। গত আট বছর ধরে তেলেঙ্গানায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। হায়দরাবাদ শান্তিপূর্ণ জায়গা, তাই আজ হায়দরাবাদের নাম শুধু দেশে নয়, সারা বিশ্বে সম্মানের সাথে দেখা হয়, হায়দ্রাবাদ একটি ডেস্টিনেশন সেন্টার। সফটওয়্যারের জন্য, ফার্মা শিল্পের জন্য, বড় বড় অ্যামাজন, মাইক্রোসফট, গুগল এখানে তাদের কেন্দ্র খুলছে।’   

তিনি বলেন, ‘বিজেপি কেন এমন করছে? এ থেকে স্পষ্ট যে বিজেপি মুসলমানদের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। এটা ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল পলিসি। তিনি বলেন, ‘আপনাদের অফিসিয়াল পলিসি মুসলমানদের এবং ভারতের বহুত্ববাদ, ভারতের বৈচিত্র্যকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।  ভারতের সামাজিক কাঠামো নিয়ে বিজেপির কোনও চিন্তা নেই, তারা এটাকে ভেঙে চুরমার করতে চায়।’ 

ওয়াইসি বলেন, ‘বিজেপি তেলেঙ্গানার শান্তি নষ্ট করতে চায়। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়। তারা তেলেঙ্গানার বৃদ্ধি ঠেকাতে চায়, তাদের রাজনৈতিক রুটি সেঁকতে তারা তাদের বিধায়ককে দিয়ে মুসলমান এবং নবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে এমন  নোংরা এবং বাজে কথা বলাচ্ছে। এগুলো বন্ধ করা উচিত। এ দেশ সকলের। আপনারা এটিকে নষ্ট করতে চাচ্ছেন’ বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news