মঞ্চে চলছে কেন্দ্রীয় নেতার বক্তৃতা, বাইরে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি! ধুন্ধুমার কাণ্ড আইসিসিআর-এ
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার আইসিসিআর-এ (Kolkata ICCR)। অডিটোরিয়ামের মঞ্চে তখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর। পাশে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু বাইরে সেই সময়ই বিজেপির (BJP Clash) দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারামারি। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে হো চি মিন সরণিতে উত্তেজনা ছড়াল।
বঙ্গ বিজেপির ডাকে এদিন দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর। মোদী@২০ শীর্ষক একটি বইয়ের উদ্বোধন ছিল। এদিন মঞ্চে যখন মোদীকে নিয়ে বিজেপি নেতা প্রকাশ নিজের বক্তৃতা রাখছেন, তখন অডিটোরিয়ামের বাইরে দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা হাতাহাতিতে পৌঁছয়।
এদিনের এই অনুষ্ঠান ঘিরে বঙ্গ বিজেপির মধ্যে ছিল এক আলাদাই উন্মাদনা। সকাল থেকেই এই অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল সাজো সাজো রব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্যের মতো বিজেপি নেতা-নেত্রীরা। এদিনের অনুষ্ঠানে আকর্ষণীয় বিষয় ছিল কেন্দ্রীয় নেতার উপস্থিতি ও তাঁর ভাষণ।
কিন্তু সেই অনুষ্ঠানের তাল কাটে শেষ পর্যায়ে এসে। জানা গেছে, এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা ছড়ায়।অডিটোরিয়ামের মধ্যেই সব্যসাচী রায়চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিজেপি কর্মী অভিজিৎ নাহার ঝামেলা বাধে। প্রথমে বচসা, পরে সেটা হাতাহাতিতে পৌঁছয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দু’জনকেই বাইরে বার করে আনা হয়। বাইরে সব্যসাচী নামে ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী। সব্যসাচী দাবি করেন, তিনি এখানে নিজে থেকে আসেননি। তিনি বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের আইনজীবী হিসেবে এসেছিলেন। একটা কেসের ওকালতনামায় সই করতে তাঁকে ডেকে পাঠান শমীক।
এদিকে অভিজিৎ পাল্টা অভিযোগ করেন, বিজেপি নেতাদের নাম করে সব্যসাচী মানুষের থেকে টাকা তুলে বেড়ান। ঘটনার আঁচ পৌঁছয় অডিটোরিয়ামের মধ্যে। পরে শমীক ভট্টাচার্য সংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সব্যসাচীকে একটি ওকালতনামাতে সই করার বিষয়ে তিনি ডেকে পাঠিয়েছিলেন। অভিজিতের মাধ্যমেই সব্যসাচীর সঙ্গে তাঁর পরিচয়। তিনি তাঁকে উকিল বলেই চেনেন। তিনি দলের কেউ নন।
তবে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এহেন ঘটনা ঘটায় স্বভাবতই প্রশ্ন উঠছে। সাধারণ কর্মীদের ওপর বিজেপি নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কী হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে বিজেপি সূত্রে খবর।’খরব দ্য ওয়ালের / এনবিএস/২০২২ /একে


