ডেঙ্গি বাড়ছে, মোকাবিলায় ড্রোন উড়ল বালির আকাশে


 ডেঙ্গি মোকাবিলায় (Prevention from Dengue) এবার ড্রোন ওড়ানো হল হাওড়ার বালিতে (Bally)। কোন কোন জায়গায় জল জমে রয়েছে তা দেখতেই ওড়ানো হল ড্রোন।
বালি এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গিতে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি ছ’মাসের শিশু রয়েছে। এছাড়া হাওড়া পুর এলাকাতেও দুজনের মৃত্যু হয়েছে। সারা জেলায় জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় বারোশো জন।ডেঙ্গু মোকাবিলায় শনিবার বালির রবীন্দ্র ভবনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি ও প্রাক্তন কাউন্সিলররা। 
এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। বালি পুরসভার দায়িত্বে থাকা হাওড়া সদরের মহকুমাশাসক তরুণ ভট্টাচার্য জানান, স্বাস্থ্য ভবনের নির্দেশে সমস্ত কাজ করা হচ্ছে। শনিবার সমন্বয় বৈঠক হয়। আগামীদিনে কীভাবে ডেঙ্গি মোকাবিলা করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়।
এরপরেই ওড়ানো হয় ড্রোন। বিশেষ করে বহুতল ওপরে এবং যে সমস্ত জায়গায় মানুষ যাতায়াত করে না সে সব জায়গার পরিস্থিতি দেখা হয় ড্রোনের মাধ্যমে। এছাড়া জমা জল যাতে না থাকে তার জন্য সচেতনতা আরও বাড়াতে প্রচারও শুরু হয়।
 খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news