বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেক করল দিল্লি, বাজারে সংকট হতে পারে
অন্য রাজ্য যা পেত তাই পাবে। কিন্তু বাংলার জন্য কেরোসিনের (Kerosene) বরাদ্দ অর্ধেক করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলায় যা কেরোসিন পাঠাবে কেন্দ্র তা আগের তুলনায় পুরোপুরি অর্ধেক করে দেওয়া হয়েছে।
আগে ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার কেরোসিন (Kerosene) দেওয়া হত। এই হিসেবে মাসিক বরাদ্দ ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। অক্টোবর থেকে প্রতি তিন মাসের বরাদ্দ কমে হচ্ছে ৮৮ হাজার ৩৩২ কিলোলিটার। ফলে মাসিক বরাদ্দ দাঁড়াবে ২৯ হাজার ৪৪৪ কিলোলিটার।
একটা সময়ে কন্ট্রোলে কেরোসিন (Kerosene) তোলা ছিল বাংলার লক্ষ লক্ষ পরিবারের কাছে সাপ্তাহিক কাজ। বাড়ির কিশোর ছেলে গিয়ে লাইনে দাঁড়াত। পরে সেখানে পৌঁছে যেত পরিবারের অভিভাবকসম কেউ। কিন্তু সেই ব্যাপারটা অনেকদিন হল নেই। তার সবচেয়ে বড় কারণ হল, বাংলায় বিদ্যুৎ সঙ্কট নেই। তাছাড়া রান্নার ক্ষেত্রেও কতিপয় বাড়িতে এখন কেরোসিন ব্যবহার হয়।
তবুও গ্রাম, মফস্বলের বহু মানুষ এখনও নিয়মিত কেরোসিন তোলেন। এই বরাদ্দ কমিয়ে দেওয়াকে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা বাংলার প্রতি বৈষম্য। রাজ্যের বিজেপি নেতারা জবাব দিক।
কেরোসিনের দাম গত কয়েক বছরে হুহু করে বেড়েছে। ভর্তুকিও ছাঁটাই করেছে কেন্দ্র। তারপর আবার এই বাংলার বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়া। সামগ্রিক পরিস্থিতিতে বাংলার রেশন ডিলাররাও বলছেন তাঁদের তো আর্থিক ক্ষতি হবেই সেইসঙ্গে মাথাপিছু বরাদ্দ কমায় বিপাকে পড়বেন গরিব মানুষও। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


