বিজেপির মহিলা কর্মীদের মারধর পুরুষ পুলিশের! অভিযোগ পেতেই সিপিকে চিঠি মহিলা কমিশনের


 বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে আজ দুপুর থেকেই তুলকালাম হয়েছে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশি তৎপরতায় বিজেপির অভিযান ভেস্তে গেলেও গেরুয়া শিবিরের কর্মীরা তাঁদের উপরে পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতেরও।
এরপরেই বিজেপির মহিলা কর্মীদের উপরে পুরুষ পুলিশদের লাঠিচার্জের অভিযোগ এনেছিল দল। টুইটারে একটি ভিডিও-ও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

সেই ঘটনা নিয়ে এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশনও (National Commission for Women)। এই নিয়ে মঙ্গলবার সন্ধ্যাতেই কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে একটি চিঠি লিখেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
ওই চিঠিতে লেখা হয়েছে, কমিশনের হাতে একটি টুইট এসেছে। সেই টুইটে নবান্ন অভিযানের সময়ে বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতকে এক পুরুষ পুলিশকর্মীর মারধরের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ওই ঘটনায় একজন সাধারণ মহিলা হিসাবেও তাঁর সম্ভ্রমহানি হয়েছে। এটি একধরনের শাস্তিযোগ্য অপরাধ। একজন মহিলার উপরে এরকম আক্রমণ ভীষণই নিন্দাজনক। এক্ষেত্রে পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।  খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news