কেরলে রাহুলের নৌকো বাইচ,
‘ভারত জোড়ো’ যাত্রায় বেরিয়ে কেরলের ঐতিহ্যবাহী নৌকো বাইচে অংশ নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় টানতেও দেখা গেল কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে।
রাহুলের যাত্রার একাধিক মুহূর্তের ছবি নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যমে। পদযাত্রায় এক শিশুকে নিজে হাতে চটি পরিয়ে দিয়ে নজর কেড়েছেন ৷ তারমধ্যেই টুইটারে ভাইরাল রাহুলের নৌকো বাওয়ার ছবিও। বহু মানুষ রিটুইট করছেন সেই ভিডিও। রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার একাদশতম দিনে কেরলের মিছিলে অংশ নেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ৷ নৌকো বাইচে অংশ নেন।
দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে উত্তর ভারতের কাশ্মীর অভিমুখে চলেছে ভারত জোড়ো যাত্রা। যাত্রা চলবে আগামী পাঁচ মাস ধরে। যাত্রার বিশেষ পরিকল্পনা অনুযায়ী পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না মূল পদযাত্রাটিকে। আগামী বছর পশ্চিমে গুজরাত থেকে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত আরও একটি পদযাত্রার পরিকল্পনা করছে ভারতীয় কংগ্রেস। তার অঙ্গ হিসেবে ওড়িশা, বাংলা বা অসমে আসার সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধীর। সব পরিকল্পনামাফিক এগোলে, ‘ভারত জোড়ো’র পরবর্তী পর্ব হিসেবে তখন পশ্চিম থেকে পূর্বে পদযাত্রায় বেরোবে কংগ্রেস।
Read more at: https://www.thewall.in/news/rahul-gandhi-boat-in-kerala-watch-video/
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


