সুন্দরবনে পুজোর উপহার নিয়ে হাজির ‘উদয়ের পথে’র বন্ধুরা
উত্তর কলকাতা ‘উদয়ের পথে’ এবার কলকাতা ছাড়িয়ে সুন্দরবনেও পৌঁছে গেল। হেদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সকলেরই চেনা নাম। যেকোনও সামাজিক কাজে অভিনব পদক্ষেপ নিয়ে থাকেন সংগঠনের সদস্যরা। এবার (Durga puja 2022) সুন্দরবনের রাঙাবেড়িয়া ও বিধবা পাড়ার ৩৫০ জনকে পুজোর পোশাক উপহার দিল সংগঠন।
রবিবার সংগঠনের সদস্যরা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। সেখানকার অভাবী মানুষজন ও শিশুদের পুজোর (Durga puja 2022) উপহার হিসেবে পোশাক দেওয়া হয়। মহিলাদের শাড়ি, বাচ্চাদের জামা, প্যান্ট আর পুরুষদের লুঙ্গি, জামা দেওয়া হয়।
সংগঠনের তরফে সম্পাদক উৎপল চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছরই পুজোয় বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। এবারের কর্মসূচী ছিল সুন্দরবনের জন্য। বহু মানুষকে সেইসঙ্গে পুজোয় কলকাতায় রক্তদানের ব্যবস্থা করা হবে ক্লাবের তরফে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


