বাংলায় বন্ধ হচ্ছে একের পর এক স্কুল, সমীক্ষা করছে সরকার, জানালেন ব্রাত্য
বাংলায় একের পর এক স্কুল (School) বন্ধ হওয়ার ঘটনা নিয়ে শিক্ষামহলে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার বিধানসভায় সেই সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, সরকার এ ব্যাপারে সমীক্ষা করছে।
এদিন ব্রাত্য বসু বলেন, “শহর আর শহরতলিতে একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সরকার একাধিক সার্ভে করছে। বেশির ভাগ ক্ষেত্রে ছাত্র সংখ্যার অপ্রতুলতার জন্য বন্ধ হচ্ছে স্কুল।’’
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বহু জায়গায় এমন রয়েছে স্কুলের সমস্ত পরিকাঠামো রয়েছে, অথচ সেখানে ছাত্রছাত্রী নেই। কিছু জায়গায় ছাত্রছাত্রীর অনুপাতে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার সমস্যাও বাস্তব।
ডেঙ্গিতে প্রাণ গেল শিলিগুড়ির তিন বছরের শিশুর! পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
মঙ্গলবার বিধানসভায় ব্রাত্য জানিয়েছেন, বিধায়কদের কাছে তাঁর অনুরোধ, তাঁরা যেন নিজেদের এলাকায় এরকম স্কুলের বিষয়ে শিক্ষা দফতরকে বিস্তারিত জানান। এই সংক্রান্ত রিপোর্ট তিনি নিজে দেখে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবেন। তারপর এ ব্যাপারে রাজ্য সরকার নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে।
শিক্ষামহলের অনেকের মতে, সরকারি ও সরকার পোষিত স্কুল একের পর এক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সর্বজনীন শিক্ষার পক্ষে খুব একটা শুভ লক্ষণ নয়। কারণ সমাজের প্রান্তিক অংশের মানুষের বাড়ির ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পড়ার আর্থিক সঙ্গতি নেই। তাহলে স্কুলগুলো ফাঁকা কেন? এই অংশের ছেলেমেয়েরা কি শিক্ষার আঙিনায় আসতে পারছে না। শিক্ষামহলের অনেকের মতে, ছাত্রছাত্রীর অভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়া ভবিষ্যতের ক্ষেত্রে অভিঘাত তৈরি করতে পারে।
।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


